স্কুলের নলকূপে অবৈধ সংযোগ, পানি বঞ্চিত শিক্ষার্থীরা | স্কুল নিউজ

স্কুলের নলকূপে অবৈধ সংযোগ, পানি বঞ্চিত শিক্ষার্থীরা

বিদ্যালয়ের ডিপ টিউবওয়েল চাপলে সেখান থেকে পানি আসছে না। জানা যায়, ওই নলকূপ থেকে অবৈধভাবে একটি আলাদা মোটর সংযোগ দিয়ে পানি নেয়া হচ্ছে পাশের দুটি বাড়িতে।

#স্কুল #নলকূপ #পানি #শিক্ষার্থী

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধাকাঠী ইউনিয়নের মালোয়ার ৬৩ নম্বর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ থেকে অবৈধভাবে বসতবাড়িতে পানির সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। ফলে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীদের অভিভাবকেরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের ডিপ টিউবওয়েল চাপলে সেখান থেকে পানি আসছে না। জানা যায়, ওই নলকূপ থেকে অবৈধভাবে একটি আলাদা মোটর সংযোগ দিয়ে পানি নেয়া হচ্ছে পাশের দুটি বাড়িতে।

ফলে টিউবওয়েলে স্বাভাবিকভাবে পানি ওঠে না এবং শিক্ষার্থীরা খাওয়ার উপযোগী পানি পান না।

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনাকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অ্যাডহক কমিটির সভাপতি সুইট খান জানান, বিষয়টি আসলেই অত্যন্ত দুঃখজনক। আমি একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

স্থানীয়রা দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #নলকূপ #পানি #শিক্ষার্থী