ফাইল ছবি
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে ইংরেজি প্রশ্নের ৭ নম্বরে দেখা গেছে উত্তর দেয়ার চারটি অপশনের জায়গায় তিনটি রয়েছে। সেট-৩ এ এই অসঙ্গতি পাওয়া গেলেও বাকি সেটগুলোতে চারটি অপশনই দেখা গেছে।
শুক্রবার ঢাবি কেন্দ্রের পরীক্ষার্থীরা এ অসঙ্গতির বিষয়টি জানিয়েছেন। তারা বলেন, প্রশ্নে কোনো ভুল পাওয়া যায়নি। তবে ৭ নম্বর প্রশ্নে তিনটি অপশন দেখা যায়।
এ ব্যাপারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমরা শুনেছি দু-একটি কেন্দ্র থেকে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটিতে বসে একটা সিদ্ধান্ত নেবো, দেখি টেকনিক্যাল কমিটির সুপারিশ কী বলে। কখনোই কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করবো না। এটা হয়তো টাইপিং অ্যারোর হয়েছে একটা সেটে। অনকগুলো প্রশ্ন ছাপা হয়েছে, শেষ মুহূর্তে হয়তো দৃষ্টিগোচর হয়নি। শুনেছি যে এই অপশনটা নিচের দিকে আসছে। অপশনটা ছিলো, এটা হয়তো প্রিন্টিংয়ে কোনো অ্যালাইনমেন্টের সমস্যা হয়েছে যতোটুকু জেনেছি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
তিনি আরো বলেন, এটা ছাড়া বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাভাবিপ্রবিতে ৯০ শতাংশের বেশি উপস্থিতি ছিলো।
পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা জানি পরীক্ষার হলে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকে। পরীক্ষার প্রশ্নে এ ধরনের অসঙ্গতি উত্তর দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বি’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের কাছে প্রশ্নের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা সম্পর্কে জিএসটি কর্তৃপক্ষ যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন। তবে সব প্রশ্নে চারটা অপশন থাকা সত্ত্বেও একটা প্রশ্নে তিনটা অপশন থাকাটা অবশ্যই অসঙ্গতি। হয় সব প্রশ্নেই তিনটা অপশন থাকবে অথবা সব প্রশ্নেই চারটা অপশন থাকবে। এটা আমার কাছে অসঙ্গতি মনে হয়। তবে এ বিষয়ে পরীক্ষা কেন্দ্র থেকে কোনো শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ দেয়নি।
শেষ হলো গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্ন দেখুন এখানে
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।