মাদক ও ফোন আসক্তি কমানোর উদ্যোগ: শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার | স্কুল নিউজ

মাদক ও ফোন আসক্তি কমানোর উদ্যোগ: শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার

‘যেসব শিক্ষার্থী নিয়মিত খেলাধুলা করে, তারা কখনোই মাদক বা মোবাইল ফোনে আসক্ত হয় না।’

#মাদকাসক্ত #স্মার্টফোন #শিক্ষার্থী

মাদক ও মোবাইল ফোন আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে স্বাস্থ্যকর ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

ছাত্র সমন্বয়ক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. খোকন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান টুলু, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিক আল মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়— ৭০টি ফুটবল, ১০টি ভলিবল, ১০ সেট ক্রিকেট সামগ্রী, ১০টি ক্যারমবোর্ড, ১০ সেট দাবার কোর্ট, ইউএনও মো. আলী সুজা বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত খেলাধুলা করে, তারা কখনোই মাদক বা মোবাইল ফোনে আসক্ত হয় না। বরং তারা শারীরিক ও মানসিকভাবে বেশি সচেতন ও শক্তিশালী হয়। তাই অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণির প্রতিনিধিদের সম্মিলিতভাবে এই উদ্যোগে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাঠমুখী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদকাসক্ত #স্মার্টফোন #শিক্ষার্থী