সব শ্রেণির বই বাংলায় লেখার উদ্যোগ নেয়া উচিত : অধ্যাপক মামুন | বই নিউজ

সব শ্রেণির বই বাংলায় লেখার উদ্যোগ নেয়া উচিত : অধ্যাপক মামুন

বাংলায় পড়া মানেই ইংরেজি বা অন্য ভাষাকে কম গুরুত্বপূর্ণ ভাবা মোটেও নয়। কিন্তু মাতৃভাষা হবে প্রধান ভাষা এবং একই সঙ্গে আরো এক বা একাধিক ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ।

#বই #কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের শিক্ষার মাধ্যম হওয়া উচিত বাংলায়। বাংলায় পড়া মানেই ইংরেজি বা অন্য ভাষাকে কম গুরুত্বপূর্ণ ভাবা মোটেও নয়। কিন্তু মাতৃভাষা হবে প্রধান ভাষা এবং একই সঙ্গে আরো এক বা একাধিক ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ।

এইরকম উদ্যোগ এর আগে বাংলা একাডেমি কখনো নিয়েছে? শুধু কবিতা আর গল্পের বই নিয়েই পড়েছিলো। অথচ দরকার ছিলো স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শ্রেণির বই বাংলায় লেখার উদ্যোগ নেয়া।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

অধ্যাপক মামুন বলেন, এইটা অনেক আগেই শুরু করা উচিত ছিলো। কিন্তু শুরুতে করিইনি। উল্টো আমরা উল্টো পথে হেঁটেছি। আমরা বাংলা মাধ্যমের চেয়ে ইংরেজি মাধ্যমে গুরুত্ব বেশি দিয়েছি। ইংরেজি বলতে পারাকে জ্ঞানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। এই পথে হাঁটার কারণে ব্রেইন ড্রেইন বেড়েছে। আশাকরি আমরা এখন সঠিক পথে আবার ফিরে আসবো। এখানে লিখলাম এই জন্য যে আরো অনেক অনেক মানুষ এই উদ্যোগে যুক্ত হতে যেনো উৎসাহ অনুভব করে। আসুন আমরা সবাই মিলে এই ক্ষেত্রেও একটা বিপ্লব ঘটিয়ে ফেলি।

অধ্যাপক মামুন আরো বলেন, আশাকরি আগামী ২১-শে বইমেলায় পদার্থবিজ্ঞানের কোন একটি বিশেষ বিষয়ে বাংলায় আমার একটি বই বের হবে। আমি অনেকদিন ধরে লিখে আসছি যে পৃথিবীতে এমন একটি দেশের উদাহরণ নেই যে দেশ ভিন ভাষায় পড়ে উন্নত জাতি হতে পেরেছে। আমি আসলে সত্যেন বোস এবং আমার সরাসরি প্রিয় স্যার হারুন স্যারের কথায় অনুপ্রাণিত।

ঢাবির এই অধ্যাপক বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম একটা কাজ নিজ উদ্যোগে নিজের মাথায় নিয়েছে। আর সেটি হলো বাংলা ভাষায় পাঠ্যপুস্তক লেখানোর কাজ। এই জন্য বেশ কিছুদিন আগে সাম্ভাব্য লেখকদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেছিলেন। আমার অনেক সহকর্মীসহ আমি নিজেও সেখানে আমন্ত্রিত ছিলাম। মাত্র কয়েকদিন আগেও হঠাৎ দেখি অধ্যাপক আজম আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে। ধরা মাত্রই বই লেখার অগ্রগতি বা তাগাদা কল। আসলে এই ফোন কলের কয়েকদিন আগেই আমি লেখা শুরু করেছিলাম। তবে এই তাগাদার পর গতি একটু বেড়েছে।

#বই #কামরুল হাসান মামুন