শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করতে ও ডিজিটাল শিক্ষা লাভের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব শিক্ষা উপকরণ সঠিক ব্যবহার ও সংরক্ষণ না করে শিক্ষক-কর্মচারীরা রাখছেন নিজের বাড়িতে, ব্যবহারও করছেন নিজের কাজে। ফলে ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এবার প্রকল্পের এসব শিক্ষা উপকরণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত আদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ চিঠি প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন প্রকল্প ও স্কিম থেকে বিভিন্ন সময়ে সরকারি দপ্তর ও সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন মালামাল যেমন: কম্পিউটার সামগ্রী, আসবাবপত্র, ল্যাবরেটরী সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি সরবরাহ করা হয়েছে। এই মালামালগুলো সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করা দরকার। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।