উপবৃত্তির জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ডিরেক্টর অব টেকনিক্যাল এডুকেশন স্কলারশিপ ম্যানেজেমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ডিটিই স্টিপেন্ড এমআইএস) আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
গতকাল বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সফটওয়্যারের নিরাপত্তা সংক্রান্ত উন্নয়ন কাজ সম্পন্ন করে উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২০১৪ খ্রিষ্টাব্দে ৩০ এপ্রিল পুনরায় সার্ভার চালু করা হয়। অর্থ বিভাগের বিএসিএস এন্ড আইবাস ডাবল প্লাস স্কিমের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্ন করে সিস্টেমে লগ-ইন করার নির্দেশনা দেয়া হয়।
কিন্তু ডিটিই স্টাইপেন্ডে এমআইএস -এ অন্তর্ভুক্ত ৪ হাজার ৭২৮টি প্রতিষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত ৩ হাজার ৫২৬টি শিক্ষা প্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। অর্থাৎ ১ হাজার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য দেয়নি, যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় গৃহীত উপবৃত্তি কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, 'কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী সংক্রান্ত তথ্য পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে দায়ী থাকবে।
এবং এ অবস্থায় সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সফটওয়্যারে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের তথ্য দিয়ে ভেরিফিকেশন করে ৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
প্রয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে ইউজার রেজিস্ট্রেশনের প্রাথমিক সহায়তা নেয়া যাবে। ডিটিই স্টাইপেন্ডে এমআইএস সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপবৃত্তি সেল থেকে সরাসরি সরকারি ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা নেয়া যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।