উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদের নির্দেশ | স্কুল নিউজ

উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদের নির্দেশ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে নির্বাচিত সুবিধাভোগী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফিসহ অন্যান্য আর্থিক সহায়তা দেয়ার ক্ষেত্রে এইচএসপি-এমআইএস সফটওয়্যার ব্যবহার করা হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ এবং কারিগরি উন্নয়নের কাজে অর্থ বিভাগের বিএসিএস এবং আইবাস ডাবল প্লাস স্কিম নিয়োজিত আছে।

#উপবৃত্তি #শিক্ষা কর্মকর্তা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদ (আপডেট) করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানরা তথ্য বা প্রোফাইল হালনাগাদ করে প্রতিদিনের পরবর্তী কর্মদিবসে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠাবেন।

উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই [email protected] ইমেইলে প্রতিবেদন পাঠাতে হবে।

রোববার (৪ মে) বিষয়টি জানিয়ে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে সমন্বিত উপবৃত্তির আওতায় ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা রয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে নির্বাচিত সুবিধাভোগী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফিসহ অন্যান্য আর্থিক সহায়তা দেয়ার ক্ষেত্রে এইচএসপি-এমআইএস সফটওয়্যার ব্যবহার করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ এবং কারিগরি উন্নয়নের কাজে অর্থ বিভাগের বিএসিএস এবং আইবাস ডাবল প্লাস স্কিম নিয়োজিত আছে।

চিঠিতে আরো বলা হয়, সম্প্রতি এইচএসপি-এমআইএস সফটওয়্যারের নিরাপত্তা রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগের বিএসিএস এবং আইবাস ডাবল প্লাস স্কিম কর্তৃক এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারে লগইন করার ক্ষেত্রে ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার এবং এনআইডির ক্ষেত্রে ক্যাপচা কোড দেয়ার সিস্টেম সংযোজন করা হয়েছে।

ফলে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে লগইন করার সময় প্রতিবার এইচএসপি-এমআইএস সফটওয়্যারে শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে দেয়া এন্ট্রিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন নিশ্চিত করতে হবে।

এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারের শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে সঠিক মোবাইল নম্বর না থাকায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারে লগইন করতে পারছে না।

এইচএসপি-এমআইএস সফটওয়্যারে স্কিমভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের এনআইডি, জন্ম তারিখ এবং সঠিক মোবাইল নম্বর আপডেট করার লক্ষ্যে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইউজার আইডিতে "ব্যবহারকারীর তথ্য হালনাগাদ” অপশন চালু করা হয়েছে।

এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারের শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে সঠিক মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

এমন পরিস্থিতিতে সব উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তার আওতাধীন স্কিমভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার প্রোফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের এনআইডি, জন্ম তারিখ এবং সঠিক মোবাইল নম্বরের তথ্য হালনাগাদ-আপডেট করে প্রতিদিনের আপডেটকৃত তথ্য পরবর্তী কর্মদিবসে সংযুক্ত তথ্যছক মোতাবেক প্রতিবেদন [email protected] ই-মেইলে পাঠানো জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#উপবৃত্তি #শিক্ষা কর্মকর্তা