কলেজের নতুন নাম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা | কলেজ নিউজ

কলেজের নতুন নাম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা

২৮ মে দেশের ৬৮ কলেজ থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

#শেখ হাসিনা #শেখ পরিবার #নাম পরিবর্তন #কলেজ #শেখ মুজিব

শেখ পরিবারের নাম বাদ দেয়া কলেজগুলোর নতুন নাম ব্যবহার করে পত্র যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশনার ব্যত্যয় হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে। এমন আদেশ সংশ্লিষ্ট অধ্যক্ষ ও অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৮ মে-এর প্রজ্ঞাপন অনুযায়ী যে সকল সরকারি কলেজ-সদ্য জাতীয়করণকৃত কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সে সকল সরকারি কলেজ-সদ্য জাতীয়করণকৃত কলেজের পরিবর্তিত নতুন নাম ব্যবহার করে পত্র যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হলো। এর ব্যত্যয় হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ৩৬ নম্বর ক্রমিকের কলেজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়।

জানা গেছে, ২৮ মে দেশের ৬৮ কলেজ থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ৩৬ নম্বর ক্রমিকে ছিলো গাজীপুরের সরকারি শহীদ তাজউদ্দিন ডিগ্রি কলেজ। কলেজটির নাম পরিবর্তন করা হলে নানা সমালোচনার মুখে পড়ে সরকার। শেষে বাধ্য হয়ে আগের নাম বহাল রেখে ফের প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শেখ হাসিনা #শেখ পরিবার #নাম পরিবর্তন #কলেজ #শেখ মুজিব