৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা: পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা | বিসিএস নিউজ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা

পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হয়েছে।

#লিখিত পরীক্ষা #৪৬তম বিসিএস

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়েভাবে প্রস্তুত করা হয়েছে। তাই আসন খুঁজে পাওয়া সময় সাপেক্ষ হওয়ায় এই নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়নভাবে সাজানো হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা সময়ের ব্যাপার। এমন পরিস্থিতে প্রার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#লিখিত পরীক্ষা #৪৬তম বিসিএস