এআই জেনারেটেড প্রতীকী ছবি
সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বরাদ্দের টাকার ব্যয় বিবরণীর হিসাব পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আইবাস প্রিন্ট কপিসহ হার্ড ও সফটকপি ৭ জুলাইয়ের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর করার জন্য বলা হয়েছে। প্রিন্ট করা ব্যয়ের হিসাব ও হিসাব রক্ষণ অফিসের স্বাক্ষরিত সমন্বয় কপির ব্যয়ের হিসাব একই রকম হতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এই চিঠি সব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ চতুর্থ অধ্যায়ের ১৭(১) অনুচ্ছেদে আর্থিক হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন বিষয়ে বলা হয়েছে, সব প্রধান হিসাবদানকারী অফিসার নির্ধারিত পদ্ধতিতে স্ব- স্ব মন্ত্রণালয় বা বিভাগ অথবা অন্যান্য প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত হিসাব নিয়মিতভাবে সংগতিসাধন করতে বলা হলো।
প্রতিটি প্রতিষ্ঠানের ব্যয়ের হিসাব বিবরণী সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কার্যালয় সমন্বয় করার পর সংরক্ষণ করে অধিদপ্তরে পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট বরাদ্দ ও ব্যয় বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সঙ্গে সমন্বয় করে আইবাস প্রিন্ট কপিসহ হার্ড ও সফটকপি ইমেইলে ৭ জুলাইয়ের মধ্যে বিনা ব্যর্থতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর বলা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।