জবিতে কৃষি ও পরিবেশ প্রযুক্তির সূচনা | বিশ্ববিদ্যালয় নিউজ

জবিতে কৃষি ও পরিবেশ প্রযুক্তির সূচনা

জানা গেছে, সমঝোতা অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জিআইএস (GIS), রিমোট সেন্সিং, জলবায়ু, পরিবেশ ও সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে। পাশাপাশি জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে কৃষি ও পরিবেশ প্রযুক্তির নবযুগের সূচনা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, সমঝোতা অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জিআইএস (GIS), রিমোট সেন্সিং, জলবায়ু, পরিবেশ ও সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে। পাশাপাশি জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এ ছাড়াও চুক্তির মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং সুযোগ তৈরি হবে। বিশেষ করে জাপানের ইউগলেনা কোম্পানির সঙ্গে সংযোগের মাধ্যমে সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর নির্ধারিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে শিক্ষার্থীরা কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও ইউগলেনা জিজি-লিমিটেডের পক্ষে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি। জবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও গ্রামীণ ইউগলেনার পক্ষে অপারেশন প্রধান মো. নাজমুস সাদাত, ডেপুটি ম্যানেজার মোকশিমুল ফাহিম প্রমুখ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয়