২৫শে মার্চ কি কাল্‌রাত্‌ নাকি কালো রাত? | বিবিধ নিউজ

২৫শে মার্চ কি কাল্‌রাত্‌ নাকি কালো রাত?

‘কালরাত’ উচ্চারণ /কাল্‌রাত্‌/ এবং ‘কালরাত্রি’ উচ্চারণ /কাল্‌রাত্‌ত্রি/।

কালরাত বনাম কালো রাত এবং কাল রাত

মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো- - -

অনেকে লিখেন ২৫শে মার্চ কালো রাত। সব রাতই কালো। আজকের রাতও কালো। কিন্তু সব রাত কাল্‌রাত্‌ নয়। অন্যান্য রাতের মতো ২৫শে মার্চও নিশ্চয় কালো রাত। তবে তার চেয়ে কঠিন সত্য হলো ২৫শে মার্চের কালো রাতটি ছিল একটি কাল্‌রাত্‌। এখন দেখি কালরাত ও কালো রাত কী।

কালরাত/কালরাত্রি: কাল ও রাত মিলে কালরাত। এখানে কাল শব্দের অর্থ— ভয়ংকর। সুতরাং, কালরাত বা কালরাত্রি অর্থ— (বিশেষ্যে) ভয়ংকর রাত, মহাবিপদের আশঙ্কাযুক্ত রাত; অশুভ রাত। যেমন: একাত্তরের ২৫শে মার্চ একটি কালরাত বা কালরাত্রি।

‘কালরাত’ উচ্চারণ /কাল্‌রাত্‌/ এবং ‘কালরাত্রি’ উচ্চারণ /কাল্‌রাত্‌ত্রি/।

কালরাত শব্দটি ভয়ংকর রাত অর্থ প্রকাশে সেঁটে লিখতে হয়। যেমন: কালবৈশাখি, কালকূট, কালমেঘ, কালসমুদ্র, কালসাপ, কালস্রোত প্রভৃতি।

কাল রাত: কাল ও রাত শব্দটি ফাঁক রেখে পাশাপাশি লিখলে অর্থ হবে— গত রাত, আগামী রাত। এখানে কাল অর্থ পরবর্তী বা আগামী। প্রয়োগ: কাল সারা রাত ছিল স্বপনের রাত- - -।

কালো রাত: কলো ও রাত মিলে কালো রাত। কালো অর্থ— black, কৃষ্ণ প্রভৃতি। সুতরাং, কালো রাত অর্থ— কৃষ্ণরাত; অন্ধকার রাত। প্রত্যেকটি রাত কালো রাত।

উদাহরণ: একাত্তরের ২৫শে মার্চের কালো রাত বাংলাদেশীদের ইতিহাসে একটি কালরাত।"