ইশরাক সমর্থকরা অনড়, যমুনার সামনে অতিরিক্ত র‍্যাব-পুলিশ | বিবিধ নিউজ

ইশরাক সমর্থকরা অনড়, যমুনার সামনে অতিরিক্ত র‍্যাব-পুলিশ

যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।

#বিএনপি #অন্তর্বর্তীকালীন সরকার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) পদে শপথের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে সারারাত অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

সড়কে অবস্থানকারী ইশরাক সমর্থকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (২২ মে) ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা।

ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

অপরদিকে, যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত। পরে তিনি আন্দোলনস্থলে অবস্থান নেন। রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে সড়কে ছিলেন তিনি।

মৎস্য ভবন মোড় ও কাকরাইল মসজিদের সামনের মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় দিনভর তীব্র যানজট ছিল। ভোগান্তিতে পড়েন মানুষ।

এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। যদিও ছাত্রদলের এই কর্মসূচি সংগঠনটির নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে।

রিটের আদেশ আজ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসাবে ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের ওপর আদেশ ঘোষণা পিছিয়েছে। বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি নিয়ে আদেশের নতুন এই দিন ধার্য করেন।

রিটের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার আদালত গতকাল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। রিটটি আদেশের জন্য আদালতের বুধবারের কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ওঠে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সময় নির্ধারিত ছিল। ক্রম অনুসারে সাড়ে ১২টার দিকে বিষয়টি উঠলে ইশরাকের আইনজীবী, রিট আবেদনকারীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত আদেশের জন্য বৃহস্পতিবার সকালে সময় নির্ধারণ করেন।

২০২০ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন ব্যারিস্টার তাপস।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ খ্রিষ্টাব্দের ৩ মার্চ মামলা করেন ইশরাক। তিনি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। একই বছরের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটির মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনি মামলায় চলতি বছরের ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র হিসাবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকরা নগরভবনের সামনে ১৪ মে থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে মো. মামুনুর রশিদ নামে সুপ্রিমকোর্টের এক আইনজীবী ১৩ মে রিট করেন। সেই রিটের ওপর মঙ্গলবার ও বুধবার শুনানি হয়।

#বিএনপি #অন্তর্বর্তীকালীন সরকার