পরীক্ষক নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় | চাকরির খবর নিউজ

পরীক্ষক নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

আগ্রহী ও যোগ্য শিক্ষকরা আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

#ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় #পরীক্ষক #নিয়োগ

কামিল মাস্টার্স (এক বছর মেয়াদি) পরীক্ষা–২০২৩-এর উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রথম ও দ্বিতীয় পরীক্ষক নিয়োগ দিতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সেজন্য আগ্রহী ও যোগ্য শিক্ষকরা আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এবার ছয়টি বিভাগে পরীক্ষক নিয়োগ দেওয়া হবে। বিভাগগুলো হলো—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) থেকে ‘পরীক্ষক’মেন্যুতে প্রবেশ করে মাদ্রাসার ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে রেফারেন্স নম্বর সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেবল কামিল মাস্টার্স পর্যায়ে পাঠদানকারী শিক্ষকরাই সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কেবল একটি বিষয়ের জন্য প্রথম বা দ্বিতীয় পরীক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। তবে সাময়িক বরখাস্ত, অবসরপ্রাপ্ত কিংবা পরীক্ষার কাজ থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের অগ্রণী ব্যাংক পিএলসিতে একটি ব্যক্তিগত হিসাব নম্বর থাকতে হবে। আবেদন অবশ্যই সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের মাধ্যমে জমা দিতে হবে এবং ভুল তথ্য দিলে এর দায়ভার অধ্যক্ষকেই নিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরীক্ষক নিয়োগের বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এ ছাড়া, কোনো ভুল তথ্য থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ০১৯১৭-৩৬৪৯৫৮ (কামিল মাস্টার্স) এবং ০১৭০৯-৩৮৯০০৭ (আইসিটি) নম্বরে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় #পরীক্ষক #নিয়োগ