ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ।
এর জন্য অধীনস্থ সব মাদরাসা শিক্ষার্থীদের তথ্য আহ্বান করা হয়েছে। ২৫ মে-এর মধ্যে এসব শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিট করার জন্য বলা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব ফাজির ও কামিল মাদরাসার সভাপতি ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তথ্য পাঠানোর আগে মাদরাসা কর্তৃপক্ষ আহত ও শহীদ শিক্ষার্থীর পরিচয় সম্পর্কিত সব তথ্য ও ঘটনা যাচাই করে হার্ডকপি সংরক্ষণ করবেন। বিষয়টি অতীব জরুরি।
চিঠিতে আরো বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব মাদরাসায় অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০২৪ এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এ লক্ষ্যে স্ব-স্ব মাদরাসা থেকে সংযুক্ত ছক অনুযায়ী শহীদ শিক্ষার্থীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসার-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র অথবা সত্যায়ন সংযুক্ত করে (http://iau.edu.bd/mr-info) এই লিংক-এর মাধ্যমে আগামী ২৫ মের মধ্যে অনলাইনে সাবমিট দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।