ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্ট (জিআইআইএম) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেমের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের পক্ষে প্রফেসর জেরি লুফৎম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন। এ সময় আইএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমানও উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জিআইআইএম এ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ ওয়েভার সুবিধা পাবেন। উভয় প্রতিষ্ঠান আইটি ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাক্ষেত্রে একযোগে কাজ করার লক্ষ্যে একমত হয়েছে। এতে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ তৈরি হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।