নির্বাচিত সরকার এলে কারা ভিসি হবেন, বোঝা যায়: অধ্যাপক মামুন | বিশ্ববিদ্যালয় নিউজ

নির্বাচিত সরকার এলে কারা ভিসি হবেন, বোঝা যায়: অধ্যাপক মামুন

সংস্কারবিহীন নির্বাচন মানে আবার সেই পুরোনো খাদে পড়া। রাজনৈতিক দলগুলো যাকে-তাকে মনোয়ন দেবে, আর আমাদেরকে খারাপদের মধ্যেই একটা খারাপকে বেছে নিতে হবে, তা আর হতে দেওয়া হবে না।

#নির্বাচন #উপাচার্য #কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ৯০ এর পর যতো নির্বাচিত সরকার এসেছে, তাদের নিয়োগ করা ভিসি-প্রোভিসি, ইউজিসির চেয়ারম্যান বা মেম্বার, পিএসসি চেয়ারম্যান বা মেম্বার, কলেজের অধ্যক্ষ কারা হয়েছে এর পরিসংখ্যান দেখলেই বুঝবেন।

বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আবার নির্বাচিত সরকার এলে কারা এসব পদ পেতে মুখিয়ে আছে এবং পাবেন, অথবা কারা মন্ত্রী এমপি হবেন, আগের পরিসংখ্যান থেকে সেটাও বুঝে নিতে পারেন।

তিনি আরো বলেন, সংস্কারবিহীন নির্বাচন মানে আবার সেই পুরোনো খাদে পড়া। রাজনৈতিক দলগুলো যাকে-তাকে মনোয়ন দেবে, আর আমাদেরকে খারাপদের মধ্যেই একটা খারাপকে বেছে নিতে হবে, তা আর হতে দেওয়া হবে না। না ভোট জয়লাভ করলে নতুন করে নতুন প্রার্থী মনোয়োন সাপেক্ষে আবার নির্বাচন হওয়ার বিধি যুক্ত করা উচিত।

#নির্বাচন #উপাচার্য #কামরুল হাসান মামুন