সার্চ কমিটিতে বিদেশে কর্মরত অধ্যাপকদের রাখলে ভালো হতো: অধ্যাপক মামুন | বিশ্ববিদ্যালয় নিউজ

সার্চ কমিটিতে বিদেশে কর্মরত অধ্যাপকদের রাখলে ভালো হতো: অধ্যাপক মামুন

সার্চ কমিটি যতোই সার্চ করুক ভিসি হওয়ার মতো যোগ্য এতো শিক্ষক বাংলাদেশে নেই। আমার মতে এইটা আমরা যতো তাড়াতাড়ি বুঝবো বাংলাদেশের মঙ্গল ততো তাড়াতাড়ি হবে।

#কামরুল হাসান মামুন #সার্চ কমিটি #অধ্যাপক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুনঅধ্যাপক ড. কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, আমার মতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে এই সার্চ কমিটিতে বিদেশে কর্মরত বিখ্যাত বাংলাদেশি অধ্যাপকদের রাখলে ভালো হতো এবং সম্ভব হলে এইরকম মানের মানুষদের ভিসি হিসেবে নিয়োগ দিলে ভালো হতে পারে। তারপরেও সার্চ কমিটি গঠনকে একটা ভালো সূচনা হিসাবে ধরতে চাই।

সোমবার নিজের ভেরিভায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন সার্চ কমিটির প্রশংসা করে বলেন, এতোদিনে একটা ভালো পদক্ষেপ। বাংলাদেশে এখন ৫০-এর অধিক পাবলিক বিশ্ববিদ্যালয়। সার্চ কমিটি যতোই সার্চ করুক ভিসি হওয়ার মতো যোগ্য এতো শিক্ষক বাংলাদেশে নেই। আমার মতে এইটা আমরা যতো তাড়াতাড়ি বুঝবো বাংলাদেশের মঙ্গল ততো তাড়াতাড়ি হবে।

অধ্যাপক মামুন বলেন, জ্ঞান, বুদ্ধি, স্কলারলি আর্টিকেল, বয়স ও অভিজ্ঞতায় ভারী কাউকে ভিসি বানালে ছাত্র-ছাত্রীরা তাদের সামনে গিয়ে শ্রদ্ধা সম্মানে নুয়ে যেতো। এখন এমন সব শিক্ষকদের ভিসি বানানো হয় যাদের ওপর কোনো শ্রদ্ধাই আসে না বা সমাজে তাদের নিয়ে পার্সেপশন ভালো না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কামরুল হাসান মামুন #সার্চ কমিটি #অধ্যাপক