কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯৬ শতাংশ। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলো মুখরিত ছিল।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সন্তোষ প্রকাশ করে বলেন, “আজকের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আনন্দিত যে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। প্রতিটি ভবনে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।