ইবিতে স্মার্ট আইডির জন্য তথ্য আহ্বান, কাজ করছে না আবেদন লিংক | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবিতে স্মার্ট আইডির জন্য তথ্য আহ্বান, কাজ করছে না আবেদন লিংক

আগামী ২৮ মে তারিখের মাঝে তথ্য প্রদান করতে বলা হয়েছে। তবে কার্ডের জন্য নির্ধারিত সকল কাজ সম্পন্নের পরে লিংকে গিয়ে আবদনের সময় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

#ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য শিক্ষার্থীদের কাছে গুগল ফর্মে তথ্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তথ্য প্রদানের জন্য দেওয়া গুগল ফর্ম কাজ করছে না বলে জানা যায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথ্য দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে একটি গুগল ফর্মের লিংক যুক্ত করে দেয়া হয়। যাতে আগামী ২৮ মে তারিখের মাঝে তথ্য প্রদান করতে বলা হয়েছে। তবে কার্ডের জন্য নির্ধারিত সকল কাজ সম্পন্নের পরে লিংকে গিয়ে আবদনের সময় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আবেদনের জন্য দেয়া লিংকটি কাজ করছে না বলে জানান তারা। এতে ভোগান্তিতে পড়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানভীর ইশরাক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এতো বছর পরও এনালগ রয়ে গেছে। আধুনিকায়নের প্রথম পদক্ষেপ ছিলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ডের আওতায় আনা। প্রকল্পের শুরুতে স্মার্ট কার্ডের জন্য কর্তৃপক্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীর থেকে ব্যক্তিগত তথ্য চেয়ে নোটিশ দিয়েছিলো।

মার্কেটিং বিভাগের ছাত্র জয় দাস বলেন, ব্যাংকে লাইন ধরে ১০০ টাকা কোনো রকমে জমা দিয়ে এসে এখন আর আবেদন করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের দেয়া গুগল ফর্ম কাজ করছে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে আমাদের অনেকগুলো আবেদন এসেছে। তবে একই লিংকে অনেক শিক্ষার্থী এক সঙ্গে আবেদন করলে অনেক সময় সেই লিংকে কাজ করে না। সেক্ষেত্রে আমরা অন্য আরেকটি লিংক দেয়ার ব্যবস্থা করবো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইবি