ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ছাত্রলীগ হলে সাইমুন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক।
জানা যায়, ওই ছাত্রলীগ নেতার পড়াশোনা শেষ হওয়া ক্যাম্পাস সনদপত্র তুলতে আসেন। এসময় শিক্ষার্থীরা খবর পেয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঘোরাঘুরি করা অবস্থায় তাকে আটক করে।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তুলে দিলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে থানায় সোপর্দ করে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।