আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় তারা অতি দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবিও জানান।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে বিকেল ৪ টার দিকে মহাসড়ক ছাড়ে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আন্দোলনের প্রায় এক বছর হলেও এখনো আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। হাজারো ছাত্র-জনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই তখন সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যেকোনো নিয়ম মেনে আওয়ামী লীগের পতন করা হয়নি। ছাত্র-েজনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখন দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘুরে বেড়ায়। কিন্তু সরকার তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।