ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাথর মেরে ব্যবসায়ীকে কারা হত্যা করেছে, তা জাতির কাছে স্পষ্ট। তারা শুধু হত্যাই করে নাই, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চব্বিশ উত্তর স্বাধীন বাংলাদেশে যারা চাঁদাবাজ কায়েম করতে চায়, তাদেরকে জাতি কখনো মেনে নেবে না।

#শিক্ষার্থী #ইবি #বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর'সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাথর মেরে ব্যবসায়ীকে কারা হত্যা করেছে, তা জাতির কাছে স্পষ্ট। তারা শুধু হত্যাই করে নাই, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চব্বিশ উত্তর স্বাধীন বাংলাদেশে যারা চাঁদাবাজ কায়েম করতে চায়, তাদেরকে জাতি কখনো মেনে নেবে না। এই ধর্ষণ ও চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। আবু সাইদরা এমন বাংলাদেশের জন্য রক্ত দেয় নাই। ইন্টেরিম গভর্নমেন্ট মেরুদন্ড সোজা করুন। ওরা মানুষ মারবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না। তাহলে ক্ষমতায় থাকার দরকার নেই। অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, তারা বলেন নির্বাচন না দিলে নাকি দেশের আইনশৃঙ্খলা ঠিক হবে না। কিন্তু ওই সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করছে। আমরা আজ দেখতে পাচ্ছি কীভাবে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এসব বাংলার জমিনে দেখতে চাই না। এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করছি।

উল্লেখ্য, রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #ইবি #বিক্ষোভ