জবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ | বিশ্ববিদ্যালয় নিউজ

জবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (২৩ মার্চ) প্রকাশ করা হবে।

#ভর্তি #পরীক্ষা #বিশ্ববিদ্যালয় #জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (২৩ মার্চ) প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির ইউনিট কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সানজিদা ফারহানা।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আজ রোববার ডি ইউনিটের ফল প্রকাশ করা হবে। সম্ভবত এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট জানানো হবে।

এবার ডি ইউনিটের ৫৯০ আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলে একটি আসনের বিপরীতে লড়েছেন ৪২ জন।

ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।

গত ১৪ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

#ভর্তি #পরীক্ষা #বিশ্ববিদ্যালয় #জগন্নাথ বিশ্ববিদ্যালয়