রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী রেজিস্ট্রার আলী নাসায়ের ইমনকে পুলিশের তুলে দিয়েছেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাসায়ের নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। তাকে প্রথমে মতিহার থানা-পুলিশের কাছে তুলে দেয়া হয়। পরে মতিহার পুলিশ তাকে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মতিহার থানা থেকে তাকে বোয়ালিয়া থানায় পাঠানো হয়েছে। তার নামে গত ৫ আগস্টের পর মামলা করা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বোয়ালিয়া থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।