গবি আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের নেতৃত্বে জামিল-সালেহীন | বিশ্ববিদ্যালয় নিউজ

গবি আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের নেতৃত্বে জামিল-সালেহীন

নতুন কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আইন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জামিল এবং সাধারণ সম্পাদক ২৯তম ব্যাচের শিক্ষার্থী তাওহীদ আহমদ সালেহীন।

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের (এলএসডাব্লিউএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আইন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জামিল এবং সাধারণ সম্পাদক ২৯তম ব্যাচের শিক্ষার্থী তাওহীদ আহমদ সালেহীন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা এগারোটায় আইন বিভাগের ৪২৪ নম্বার রুমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন আইন বিভাগের শিক্ষক প্রভাষক মো. লিমন হোসেন।

এছাড়াও দায়িত্বপ্রাপ্তদের অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আসাদুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের, প্রচার ও পরিকল্পনা সম্পাদক মো. সিয়াম হোসেন ফাহাদ, দপ্তর সম্পাদক রেশমা আক্তার, ক্রীড়া সম্পাদক রিপন ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক মো. সাব্বির হোসেন সৌমিক, ছাত্রী কল্যাণ সম্পাদক মুসলিমা আক্তার মিম।

অন্যান্য সদস্যরা হলেন, মো. আশিক মিয়া, রানা হামিদ, মো. মোতাছিম বিল্লাহ আবির, মোছা. লুলু ওয়াল মারজান, নাফিসা আঞ্জুম, আজ্জা হক, আশরাফিয়া নন্দিনী, রিজিয়া আক্তার কেয়া।

এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা এবং আইনবিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের সাবেক সদস্যরা।