দেশে ফিরছেন খালেদা জিয়া, ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল | বিশ্ববিদ্যালয় নিউজ

দেশে ফিরছেন খালেদা জিয়া, ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

সোমবার (৫ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল বের করে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন।

#খালেদা জিয়া #বিএনপি #ছাত্রদল #ঢাকা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে সোমবার (৫ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল বের করে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে মীর সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল রাজিব রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর রাফি, সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, মেহেদী হাসান জনি লেদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত বছরের ১১ জুন রাতে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রের সমস্যা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে তিনি ভুগছেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়।

দীর্ঘ চার মাস পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

তার সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা তাদের নেত্রীর সুস্থতা কামনা করে আনন্দ মিছিল বের করে।

মিছিলে তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্লোগান দেয় এবং তার দ্রুত সুস্থতা কামনা করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

তার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক গতিপথ।

খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য বিএনপি নেতাকর্মীরা আশাবাদী।

তাদের বিশ্বাস, খালেদা জিয়ার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#খালেদা জিয়া #বিএনপি #ছাত্রদল #ঢাকা বিশ্ববিদ্যালয়