গুচ্ছ থেকে বের হয়ে জবির স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা | বিশ্ববিদ্যালয় নিউজ

গুচ্ছ থেকে বের হয়ে জবির স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা

ভর্তি পরীক্ষার আবেদন ফি ও সংশ্লিষ্ট অন্যান্য খাত মিলিয়ে এবার প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

#গুচ্ছ ভর্তি #ভর্তি #জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রায় ১২ কোটি টাকা আয় করেছে। আজ সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় এ তথ্য জানানো হয়।

সভার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ২৯৭ কোটি টাকার বাজেট উত্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, যা পরে সিন্ডিকেটে অনুমোদিত হয়।

কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফি ও সংশ্লিষ্ট অন্যান্য খাত মিলিয়ে এবার প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। নিজস্বভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা রক্ষা পেয়েছে, অন্যদিকে বড় অঙ্কের অর্থনৈতিক সাফল্যও অর্জিত হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ছিল সাহসী একটি পদক্ষেপ। আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। এ উদ্যোগের ফলে জবির মর্যাদা যেমন বেড়েছে, তেমনি রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রাপ্ত অর্থ শিক্ষার্থীদের বৃত্তি, একাডেমিক সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তি উন্নয়নে ব্যয় করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#গুচ্ছ ভর্তি #ভর্তি #জগন্নাথ বিশ্ববিদ্যালয়