৭০ হাজার থেকে এক লাখ টাকা বেতনে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তবে প্রার্থীদের বয়স ন্যূনতম ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সমমান হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনে ‘আবাসিক ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাক বা কুরিয়ারযোগে, অথবা ই-মেইলের মাধ্যমে ৯ মের মধ্যে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কর্মস্থল রাজধানী ঢাকায় পূর্ণকালীন এই চাকরিতে পদের সংখ্যা নির্ধারিত নয়। প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে এবং বেতন ৭০ হাজার থেকে এক লাখ টাকা।
আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।
কাজের ক্ষেত্র: আবাসিক ভবনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে হবে। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করা।
আবাসন, প্রশিক্ষণ, খাবার ইত্যাদির মানোন্নয়নে পরামর্শ প্রদান ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীদের সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সবার সঙ্গে নিয়মিত সমন্বয় করা।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক বা প্রশাসনিক কর্মকর্তারা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনাবিষয়ক কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন; প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২।
এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে, সেক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে পদের নাম ‘আবাসিক ইনচার্জ’ লিখে আবেদনপত্র পাঠিয়ে দিন [email protected] মেইলে। আবেদনের শেষ তারিখ: ৯ মে ২০২৫।