বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহর পদ স্থগিত করা হয়েছে।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বৈছাআর বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার পদ স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
সংগঠন সূত্রে জানা গেছে, এ ঘটনার আগে গত রোববার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার (মারজুক) বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না? এমন নোটিশ দেয়া হয়।
কিন্তু সেই নোটিশের প্রেক্ষিতে যথাযথ জবাব পায়নি সংগঠন। তাই মঙ্গলবার দিনগত রাতে বৈছাআ বরিশাল জেলার আহবায়ক সাব্বির, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্যসংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।