রাবিতে বহিরাগত প্রেমিক যুগলের হা/তাহাতি | ফিচার নিউজ

রাবিতে বহিরাগত প্রেমিক যুগলের হাতাহাতি

ওই প্রেমিক যুগল নিজেদের মনোমালিন্যের পর প্রকাশ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু করেন। ঘটনাটি নজরে এলে সেখানে উপস্থিত এক সাংবাদিক তা মোবাইল ফোনে ভিডিয়ো ধারণের চেষ্টা করেন।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাজশাহী কলেজ #বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রেমিক যুগলের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ভিডিয়ো করার সময় সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুইজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই প্রেমিক যুগল হলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য দে ও রাজশাহী মহিলা কলেজের উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী দিয়া সরকার। তাদের সঙ্গে থাকা অন্য দুইজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষার্থী লিনা মঞ্জিলা এবং রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোছা. নাজিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রেমিক যুগল নিজেদের মনোমালিন্যের পর প্রকাশ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু করেন। ঘটনাটি নজরে এলে সেখানে উপস্থিত এক সাংবাদিক তা মোবাইল ফোনে ভিডিয়ো ধারণের চেষ্টা করেন। তখন প্রেমিক যুগলের সঙ্গে থাকা আরও দুই ছাত্রী ওই সাংবাদিকের ওপর চড়াও হয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে লাঞ্ছিত করেন।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত রাবির শিক্ষার্থীরা অভিযুক্তদের ধরে প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, অভিযুক্ত দুজন শিক্ষার্থী প্রকাশ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হন। ঘটনাটি নজরে এলে আমি মোবাইল ফোনে ভিডিয়ো ধারণের চেষ্টা করি। তখন ছেলেটা উগ্র হয়ে এগিয়ে আসেন এবং তাদের সঙ্গে থাকা আরো দুইজন আমার ওপর চড়াও হয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে রাবি শিক্ষার্থীরা তাদের ধরে ফেলেন এবং তাদের রাবি প্রক্টর অফিসে নিয়ে যান।

রাবির প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত ক্যাম্পাস হওয়ায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে ঘোরাঘুরি করতে আসে। তবে আজকের ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং অভিযুক্তদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাজশাহী কলেজ #বিশ্ববিদ্যালয়