ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবিতে সাংবাদিককে মা/রধর | বিশ্ববিদ্যালয় নিউজ

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবিতে সাংবাদিককে মারধর

শিক্ষার্থীদের অভিযোগ, আবরার নিজের এলাকায় (পাবনায়) থাকতে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এখানে আসার পরেও সাংবাদিকতার নামে ছাত্রলীগের কাজ করেছেন।

#ইবি #ছাত্রলীগ #সাংবাদিক

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে হলে থাকার অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওয়াসিফ আল আবরার বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ও একটি অনলাইন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

শিক্ষার্থীদের অভিযোগ, আবরার নিজের এলাকায় (পাবনায়) থাকতে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এখানে আসার পরেও সাংবাদিকতার নামে ছাত্রলীগের কাজ করেছেন। জুলাই আন্দোলনেও তার ভূমিকা বিতর্কিত। জুলাই আন্দোলনকারীদের দুর্বৃত্ত বলে আখ্যা দেন তিনি। তাছাড়া হলে অবৈধভাবে থাকতেন। এসবের প্রমাণ পেয়ে প্রভোস্ট তাকে সিট থেকে নামিয়ে দেন। তিনি যখন নেমে যাচ্ছিলেন তখন কিছু লোক উপস্থিত হয়, যাদেরকে হয়তো তিনি ফোন দিয়েছিলেন, তারাই অনাকাঙ্ক্ষিত পরিবেশে সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ওয়াসিফ আল আবরার বলেন, ‘আমাকে কয়েকজন লোক হলে গিয়ে বলে যে, তুই ছাত্রলীগ করতি। আমি এ বিষয়ে অস্বীকৃতি জানাই। তারা বলে অতো কথার সময় নাই, তুই হলে আসছিস কেন। আমি সাংবাদিক পরিচয় দিলে তারা আমাকে হলুদ সাংবাদিক বলে। আমি জুলাই আন্দোলনের পক্ষে সবসময় নিউজ করেছি। কিন্তু এরপরেও আমাকে জুলাই আন্দোলনের বিরোধীপক্ষ হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে। এসময় আমি ভিডিয়ো করলে আমার ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। এরপরে আমাকে রুমের লাইট বন্ধ করে পেছন থেকে কিল ঘুষি মারে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হলের প্রভোস্ট ড. এ টি এম মিজানুর রহমান বলেন, ‘আমাদের হলে ছেলেটার অ্যাটাচমেন্ট নেই। জিয়াউর রহমান হলে ওর অ্যাটাচমেন্ট। আমরা যেহেতু ওই রুমে সিট বন্টন করতে চাচ্ছি, তাই তাকে বললাম যে তুমি তোমার হলে চলে যাও। সে চলে গিয়েছিলো। তবে দুই-তিন দিন থেকে আবারো ওই রুমে আসা-যাওয়া করছে। পরশুদিন আমি ওর রুমমেট ইমনকে বলেছিলাম আবরার যাতে রুমে এসে না থাকে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘এই ঘটনায় আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন মিলে একটা তদন্ত কমিটি গঠন করবো। কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করবো।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইবি #ছাত্রলীগ #সাংবাদিক