জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন আগামীকাল শনিবার (৩ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদগুলোর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে।
এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রেক্ষাপটে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল ৩ মে (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে এই সময়ে তাদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ জাকসু এবং হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হবে।
নির্বাচনের সময় ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে, যা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
এই কারণে প্রশাসনের এই সিদ্ধান্তকে যৌক্তিক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের অনেকেই।
তবে, এই নিষেধাজ্ঞার ফলে ক্যাম্পাসের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে আসা ব্যক্তিদের সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে।
আপাতত, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানা গেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।