ছবি : দৈনিক শিক্ষাডটকম
চকবাজারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, ’ছাত্রদল দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, তা ইতিহাসের জঘন্যতম একটি হত্যাকাণ্ড। সম্প্রতি খুলনায় যুবদলের একজন নেতাকে হত্যা করা হয়েছে, চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু এই দুটি হত্যাকাণ্ড নিয়ে কেউ কথা বলছে না। আমরা যেমন কোন হত্যাকাণ্ড সমর্থন করিনা, তেমন সকল হত্যাকাণ্ডের বিচার চাই।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ’আমরা দেখেছি চকবাজারে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, খুলনায় যুবদলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম বাংলাদেশে পরিবর্তনের রাজনীতি শুরু হবে, আমরা চেয়েছিলাম সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।