নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জাবি ছাত্রদলের | বিশ্ববিদ্যালয় নিউজ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জাবি ছাত্রদলের

’বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু হয়ে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পুরুষ সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে এ মানববন্ধন করেন তারা।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণের সঞ্চালনায় শাখা ছাত্রদলের সদস্য মৌসুমি আফরোজ বলেন, ’বিগত কয়েক দিন ধরে পুরো বাংলাদেশে নারীরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ধর্ষণের শিকার হচ্ছেন, তা আমাদের কখনোই কাম্য ছিলো না। বাংলাদেশের নারীরা সব সময়ই সচেতন ছিলেন এবং সব ধরনের সংগ্রামে অংশগ্রহণ করেছেন। জুলাই আন্দোলনে প্রথম কাতার থেকেই নারীরা নেতৃত্ব দিয়েছেন।

কিন্তু আজকে নিজের দেশেই তারা অনিরাপদ, যা কখনোই কাম্য নয়। নারীরা যেনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি জায়গায় নিরাপদ থাকেন, সেটাই আমাদের দাবি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ’বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু হয়ে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পুরুষ সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন।

অথচ আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা চাই দ্রুত নারীদের প্রতি সহিংসতা বন্ধে দৃশ্যমান হয়ে পদক্ষেপ নেয়া হোক।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়