জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার
’ডি’ ইউনিট, ’ই’ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ- জেইউ) অনুষদের ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান।
উপ-উপাচার্য (শিক্ষা)বলেন, ’তিন ইউনিটের ফলাফল সংশ্লিষ্ট অনুষদ থেকে হস্তান্তর করেছে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।