জাবি অধ্যাপক তারেক বিজ্ঞান একাডেমির ফেলো | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবি অধ্যাপক তারেক বিজ্ঞান একাডেমির ফেলো

অভিনন্দন বার্তায় বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিএএস কাউন্সিল এর সভায় এই মনোনয়ন চূড়ান্ত হয়। অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক-এর এই অসাধারণ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গর্বিত।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) এর ফেলো নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক আইরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিএএস কাউন্সিল এর সভায় এই মনোনয়ন চূড়ান্ত হয়। অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক-এর এই অসাধারণ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গর্বিত।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক এর এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং গবেষণা ও সৃজনশীল কর্মে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়