বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা বলেন, প্রতেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে দ্রত পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না।

#বাজেট #জগন্নাথ বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী

ইউজিসির বাজেট বৃদ্ধিসহ ৪ দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন ঘুরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তারা প্রশাসনের বাজেট মানি না মানবো না, বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, বাতিল বাতিল বাতিল চাই, বৈষম্যের বাজেট বাতিল চাই, ইউজিসির বৈষম্য মানি না মানবো না, বাজেট নিয়ে বৈষম্য, মানি না মানবো না, বৈষম্যের গদিতে, আগুন জালো একসঙ্গেসহ বিভিন্ন শ্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে দ্রত পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না।

দেশের যেকোনো সংকটকালেই সবার আগে আমরা এগিয়ে যায় কিন্তু ইউজিসি বাজেটের সময় সবার পিছনে আমাদের রাখা হয়। ইউজিসির বৈষম্যের ছায়াতল থেকে বের হতে দেয়া হয়না।

কিন্তু এখন আর বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমাদের বাজেট বাড়ানোসহ সব দাবি মেনে না নিলে জগন্নাথের ভয়ংকর রূপ দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।

শিক্ষার্থীদের উল্লেখিত চার দফা দাবিগুলো হলো: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বাজেট #জগন্নাথ বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী