গত বছরের জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িত থাকায় ২৫৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি ২১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে সরকার ও রাজনীতি বিভাগে।
জানা যায়, গত ১৭ মার্চ অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রমাণ সাপেক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৩ (২) (গ) ধারা’ মোতাবেক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ৪৪ ব্যাচের ফরহাদ ও কাজী বিজয়, ৪৫ ব্যাচের আল রাজী সরকার ও জুবায়ের, ৪৬ ব্যাচের রিজওয়ান রায়হান ও নাহিদ ফয়সাল, ৪৭ ব্যাচের সজিব সাজ, আরশাদ হিমেল, আরিফিন সানি, ফাহিম, মাবরুক জোয়াদ, ওবায়দুর মেহেদী, মেহেদি হাসান ও নীরব, ৪৮ ব্যাচের নয়ন, শুভ, মিনহাজ ও কাব্য, ৪৯ ব্যাচের রাইয়ান রাতুল ও ইমাম রিসান এবং ৫০ ব্যাচের জাহিদুল ইসলাম জাহিদ।