ছবি : দৈনিক শিক্ষাডটকম
জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, আহতযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং দিনভর ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পালিত হচ্ছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি।
বুধবার (২ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের যুগ্ন-আহ্বায়ক আইউব নবীর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।
স্মৃতিচারণ, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা এবং যোদ্ধাদের মাঝে জুলাই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রাকিব উল্লাহ।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ইনস্টিটিউটের আহত যোদ্ধাদের পাশপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। স্মৃতিচার করতে গিয়ে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই আন্দোলন আমাদের অনুপ্রেরণা। সামনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, এ আন্দোলন তাদেও মনে করিয়ে দেবে স্বৈরাচার হয়ে উঠলে, ফের ছাত্র-জনতা জেগে উঠবে জুলাইয়ের চেতনা নিয়ে।
আয়োজকরা বলেন, জুলাই বিপ্লবের চেতনা জাগ্রত রাখতে দিনভর তাদের এ আয়োজন। আর আন্দোলন সফল করতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে সবাইকে স্মরন করিয়ে দেয়া।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।