চিকিৎসকদের কোরামের কারণে চিকিৎসা পাচ্ছে না জুলাই যোদ্ধারা | বিবিধ নিউজ

চিকিৎসকদের কোরামের কারণে চিকিৎসা পাচ্ছে না জুলাই যোদ্ধারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাসপাতালের দেখে সুচিকিৎসার দাবিতে হট্টগোল শুরু করেন আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

#চিকিৎসক #জুলাই যোদ্ধা #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কোরামের কারণে জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। এসময় আহতদের সুচিকিৎসা না হওয়ার পেছনে স্বাস্থ্য উপদেষ্টাকেও দায়ী করে রিফাত।

শনিবার (৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) জুলাই আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণে এসে এ মন্তব্য করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়াসহ অন্যান্য নেতা–কর্মীরা।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাসপাতালের দেখে সুচিকিৎসার দাবিতে হট্টগোল শুরু করেন আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

আহতদের অভিযোগ, বিদেশে সুচিকিৎসা দেওয়ার কথা বলে এখনও তাদের নেওয়া হচ্ছে না। পঙ্গু হাসপাতালে প্রায় এক বছর ধরে তারা চিকিৎসা নিচ্ছেন তবে তাদের শারীরিক অবস্থার কোনো অগ্রগতি নেই। পাশাপাশি হাসপাতালের খাবারের মান নিয়েও অভিযোগ করেন তারা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#চিকিৎসক #জুলাই যোদ্ধা #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন