কালাই ডিগ্রি কলেজে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি | কলেজ নিউজ

কালাই ডিগ্রি কলেজে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

যারা ইতিপূর্বে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরি #চাকরির-খবর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা/২০২১ এর সর্বশেষ পরিমার্জন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি অনুযায়ী কালাই ডিগ্রি কলেজে শূন্যপদে অধ্যক্ষ (এমপিওভুক্ত), উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হবে।

যারা ইতিপূর্বে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অধ্যক্ষ পদের জন্য ৫,০০০ টাকা ও উপাধ্যক্ষ পদের জন্য ৪,০০০ টাকা সোনালী ব্যাংক পিএলসি, কালাই শাখা, জয়পুরহাট, হিসাব নং-০৭০৫৪০১০১১৯১৬ অনুকূলে অফেরতযোগ্য ডিডি/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সভাপতি বরাবর সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।

বিস্তারিত নিচে দেখুন-

কালাই ডিগ্রি কলেজে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরি #চাকরির-খবর