দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম একটি নেতৃত্ব উন্নয়নের প্রোগ্রাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্চিতা ইসলাম তিসা।
২০২৫ খ্রিষ্টাব্দের তৃতীয় পর্যায়ের (Cohort 3) জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
এটি হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের একটি প্রোগ্রাম যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন ও তাদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সক্ষম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ খ্রিষ্টাব্দে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন। বিশ্বব্যাপী হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠিন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চিতা নির্বাচিত হয়েছেন। সঞ্চিতার সামাজিক সচেতনতা, অ্যাকাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছে।
নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সঞ্চিতা বলেন, এই প্রোগ্রামে সুযোগ পাওয়া আমার জন্য শুধু অ্যাকাডেমিক নয়, বরং জীবনের জন্যও একটি বড় অর্জন। এটি আমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমি চাই ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে—বিশেষ করে নারীদের ক্ষমতায়নের দিকে মনোযোগ দিয়ে কাজ করতে।
সঞ্চিতার এ কৃতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, বন্ধুবান্ধবসহ সবাই খুশি ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, সঞ্চিতার এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার নিষ্ঠা, মেধা এবং নেতৃত্বের মানসিকতা তাকে এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে। আমাদের বিশ্বাস, সে ভবিষ্যতে দেশের একজন প্রভাবশালী নেতৃত্বে পরিণত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন বাংলাদেশের অন্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগাবে। ‘Harvard Aspire Leaders Program’-এ অংশগ্রহণের মাধ্যমে সঞ্চিতা ইসলাম তিসা শুধু নিজের পথ উজ্জ্বল করলেন না, বরং বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদানের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।