সাম্য হত্যার ঘটনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কর্মসূচি | বিশ্ববিদ্যালয় নিউজ

সাম্য হত্যার ঘটনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #ছাত্রদল #বিএনপি #হাসনাত আবদুল্লাহ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আরও বলা হয়, শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

সাম্য হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় তারা 'আমার ভাই মরল কেন/ প্রশাসন বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস/ উই ওয়ান্ট জাস্টিস', 'নিরাপদ ক্যাম্পাস/ আমাদের অধিকার' ইত্যাদি স্লোগান দেন।

মিছিলে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা যেমন যোগ দেন, তেমন বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা সামিল হন। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #ছাত্রদল #বিএনপি #হাসনাত আবদুল্লাহ