সাম্য হত্যা : এবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম সাদা দলের | বিশ্ববিদ্যালয় নিউজ

সাম্য হত্যা : এবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম সাদা দলের

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্যকে হত্যা করা হয়েছে। সাম্য মারা যায়নি। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হলো। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি যদি সাম্য হত্যার প্রকৃত খুনিদের বাহির করা না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। এখানে প্রশাসনের দু-একজনের মধ্যে আমি দেখতেছি বিষয়টি অন্য দিকে ডাইভার্ট করতে চাচ্ছে। এই মটিভটা (সাম্য হত্যার বিচার) চেঞ্জ করা যাবে না। আগে সাম্য হত্যার বিচার হবে।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #হত্যা #ছাত্রদল #ঢাকা বিশ্ববিদ্যালয়

সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময়ের মধ্যে প্রকৃত খুনিকে বের করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। শিক্ষকদের অভিযোগ, সাম্য হত্যা পরিকল্পিত। একটা চক্র নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। এখানে প্রশাসনের দু-একজন বিষয়টিকে অন্য দিকে ডাইভার্ট করতে চাচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। এর আগে গত শুক্রবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেয়া হয়।

আরো পড়ুন: সাম্য হত্যা: বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্যকে হত্যা করা হয়েছে। সাম্য মারা যায়নি। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হলো। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি যদি সাম্য হত্যার প্রকৃত খুনিদের বাহির করা না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। এখানে প্রশাসনের দু-একজনের মধ্যে আমি দেখতেছি বিষয়টি অন্য দিকে ডাইভার্ট করতে চাচ্ছে। এই মটিভটা (সাম্য হত্যার বিচার) চেঞ্জ করা যাবে না। আগে সাম্য হত্যার বিচার হবে।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নিরাপদ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার মিছিল-মিটিংয়ের পার্কিং লট হিসেবে ঢাবিকে ব্যবহার করত। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবস্থাপনা ঢাবির কাছে হস্তান্তর করতে হবে। কারণ এখানে নানা ধরনের অপকর্ম হয়। এর দায় তো ঢাবি নেবে না। তাই এটাকে ঢাবির আন্ডারে আনা হোক।

সাদা দলের সাবেক আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থির করার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যত দিন পর্যন্ত বিচার না হবে ক্যাম্পাস নিরাপদ হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাবি #হত্যা #ছাত্রদল #ঢাকা বিশ্ববিদ্যালয়