ছবি : সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের প্রার্থীদের শিগগিরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইতোমধ্যে ৭ জনের বেশি অধ্যাপককে শর্টলিস্ট করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।
কর্মকতারা জানান, কুয়েটের জন্য ২০ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ জন অধ্যাপক সিভি জমা দিয়েছিলেন। জমা দেয়া সিভির মধ্যে ৭ জনের বেশি অধ্যাপকের সিভি বাছাই করা হয়েছে। শিগগিরই তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অনেকদিন ধরে এই দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ খালি রয়েছে। তাই নিয়োগের কার্যক্রম দ্রুত এগোচ্ছে। কবে নাগাদ প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে তা বলা যাচ্ছে না। তবে শিগগিরই তাদের ডাকা হবে।
গত ১০ জুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ভিসি পদে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সব কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন পাঠাতে হবে। এ ছাড়াও আগ্রহীদের প্রার্থীদের পিএইচডি ডিগ্রি ও আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশ হতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৪৫ বছর হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এতদ্বারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। উল্লিখিত পদে আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলিসহ বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটের (www.shed.gov.bd) নোটিশ বোর্ড মেন্যু দেখার নির্দেশনা দেয়া হলো।
ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা সর্ম্পকে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্যও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
পেশাগত অভিজ্ঞতা সর্ম্পকে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে ন্যূনতম ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সর্ম্পকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা-ব্যবস্থাপনা, বিশেষত শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্র কল্যাণ ও একাডেমিক কাজে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রকাশনা ও গবেষণা সর্ম্পকে বলা হয়েছে, বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক-প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে (কিউ-১ থেকে কিউ-৪ শ্রেণিভূক্ত) উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা-গবেষণাগ্রন্থ-পাঠ্যপুস্তক।
অন্যান্য যোগ্যতা সর্স্পকে আন্তর্জাতিক পরিমন্ডলে পাণ্ডিত্যের স্বীকৃতি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ৪৫ বছর।
গত ৪ মে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রয়োজনে একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া ও ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ দেয়া হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।