বিচার না পেলে ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা | বিশ্ববিদ্যালয় নিউজ

বিচার না পেলে ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা

শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারসহ পাঁচ দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি।

#কুয়েট #শিক্ষক #শিক্ষার্থী

শিক্ষার্থীদের আন্দোলন শেষ হতে না হতেই শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারসহ পাঁচ দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার (৫ মে) কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে শিক্ষক নেতারা জানান, বিচার না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির সভায় পাঁচ দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি বাস্তবায়িত না হলে শিক্ষকেরা সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।’

কুয়েট সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ৭৪ দিনের অচলাবস্থা শেষে গত রবিবার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয় খুললেও দুদিন ধরে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ১৯ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনসহ সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়।

পরিস্থিতির অবনতি হলে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে ১৩ এপ্রিল তালা ভেঙে হলে ওঠেন শিক্ষার্থীরা। ২১ এপ্রিল উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে বসেন তারা।

পরে অনশন ভাঙাতে কুয়েটে যান শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি সদস্যরা। তাদের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কুয়েট #শিক্ষক #শিক্ষার্থী