বৃত্তি-উপবৃত্তির তথ্য প্রদান ও সংশোধনের শেষ দিন ২২মে | স্কুল নিউজ

বৃত্তি-উপবৃত্তির তথ্য প্রদান ও সংশোধনের শেষ দিন ২২মে

এই সময়সীমার মধ্যে সব ধরনের বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য যথাযথভাবে এন্ট্রি ও সংশোধন না করলে, পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলেও চিঠিতে জানানো হয়।

#উপবৃত্তি #বৃত্তি #এইচএসসি #অনার্স #এসএসসি

২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি ও বিভিন্ন ধরনের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ ও সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর জানিয়েছে ২২ মে পর্যন্ত তথ্য দেয়া ও হালনাগাদ করা যাবে।

বৃহস্পতিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে বৃত্তি (পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স) ও শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি (তফসিলি, গার্হস্থ্য অর্থনীতি ও চারুকলা) এবং মাদরাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করার সময়সীমা ২২ মে পর্যন্ত বাড়ানো হলো।

এই সময়সীমার মধ্যে সব ধরনের বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য যথাযথভাবে এন্ট্রি ও সংশোধন না করলে, পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলেও চিঠিতে জানানো হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#উপবৃত্তি #বৃত্তি #এইচএসসি #অনার্স #এসএসসি