শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লেবেল-৩, সেমিস্টার-২ ও রানার্স আপ লেবেল-২, সেমিস্টার-২।
শুক্রবার (১৬ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং বিকাল ৬টায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লেবেল-২ সেমিস্টার-২ এবং লেবেল-৩ সেমিস্টার-২। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লেবেল-২ টিমের ক্যাপ্টেন ইসমাঈল হোসেন। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৯৭ রান। জবাবে লেবেল-৩ ২ বল হাতে রেখেই ৬ উইকেট ১৯৯ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, উপ-উপাচার্য এবং অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ট্রেজারার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক।
টুর্নামেন্টের সঞ্চালনার দায়িত্ব পালন করেন শেকৃবি ক্রিকেট ক্লাবের আহ্বায়ক ও কীটতত্ত্ব বিভাগের এম.এস. শিক্ষার্থী শাহরিয়ার মুস্তাকিম বিল্লাহ।
উক্ত ম্যাচে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম. এ. মান্নান (এএসভিএম অনুষদ) এবং কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও শেরেবাংলা হলের প্রভোস্ট মো. আব্দুল লতিফ (এবিএম অনুষদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক নুরুদ্দীন মিয়া। এ সময় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।