ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ রহমান হলের ইফতার কর্মসূচিতে দেওয়া নিম্নমানের ইফতার ও খাবার পরিবেশনকে কেন্দ্র করে হলে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে প্রভোস্টের হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় হল প্রভোস্টকে ঘিরে শিক্ষার্থীদরে বিক্ষোভ করতে দেখা যায়।
একইভাবে সূর্যসেন হলেও নিম্নমানের খাবার ও ইফতার দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও সূর্যসেন হলে ইফতার বিতরণ পরবর্তী এ ঘটনা ঘটে।
জানা যায়, এ এফ রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইফতার সামগ্রীতে অল্প পরিমাণে নিম্নমানের ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া কোনোধরনের পানীয় দেওয়া হয়নি।
অন্যদিকে, মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থীরাও ইফতার সামগ্রিক নিম্নমানের জন্য বিক্ষোভ করেছেন।
এ এফ রহমান হল প্রশাসনকে উদ্দেশ করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।
স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী সানোয়ার মেশকাত সানি বলেন, আমাদের ইফতারে দেওয়া খাবারের মান এবং পরিমাণ খুবই নিম্নমানের ছিল। কোনো পানীয় দেওয়া হয়নি।
এতে করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে খাবার ফেলে দেয়। এ নিয়ে হল প্রভোস্টের সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে শিক্ষার্থীদের।